সদস্য হোন

সংবাদের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

― Advertisement ―

spot_img

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এবি পার্ট’র বিবৃতি

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু...
হোমখুননোয়াখালীতে মা-মেয়েকে গলা কেটে হত্যা- আটক ১

নোয়াখালীতে মা-মেয়েকে গলা কেটে হত্যা- আটক ১

ওবায়েদ উল্যাহ নোমান নোয়াখালী প্রতিনিধি

ভয়াবহ নৃশংস হত্যাকাণ্ডের শিকার নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের গুপ্তাঙ্ক গ্রামের বার্লিংটন মোড়ের ফজলে আজিম কচির স্ত্রী মোসাম্মৎ নুরুন্নাহার (৩২) ও তার স্কুলপড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী (১৭)।

বাসায় ঢুকে মা ও মেয়েকে এলোপাতাড়ি কোপানোর পর গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বার্লিংটন মোড়ের মানিক মিয়ার বাড়ি থেকে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়।

খুনিদের কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় আলতাফ হোসেন নামের সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাসা ভাড়া নেওয়ার কথা বলে ওই বাড়িতে ঢোকে। পরে মা-মেয়েকে একা পেয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গলা কেটে পালিয়ে যায়। নূর নাহারের মৃত্যু হয় ঘটনাস্থলে। প্রিয়ন্তীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রিয়ন্তী হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। নুরুন্নাহারের পৈত্রিক নিবাস লক্ষ্মীনারায়ণপুর মহিলা কলেজ রোড (রেল লাইনের পূর্ব পাশ) এলাকায়। পিতা হাজী সাইফুল্লাহ’র বড় মেয়ে তিনি।

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here