এবারের বিশ্বকাপে মিলারের সেঞ্চুরি ৩৯তম। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় ২০১৫ বিশ্বকাপকে (৩৮) ছাড়িয়ে গেল ২০২৩ সালের আসর।
প্যাট কামিন্সের শর্ট বলে পুল করে ছক্কা মেরেই গর্জন করে উঠলেন ডেভিড মিলার। কাগিসো রাবাদা গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলেন তাকে। উচ্ছ্বসিত দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুম। ২৪ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার নেমেছিলেন, সেখান থেকে মিলার করলেন দুর্দান্ত এক সেঞ্চুরি! অনেক্ষণ থেকেই দলের হয়ে একা লড়াই চালিয়ে গেছেন তিনি। একটু হলেও লড়াইয়ের সুযোগ এনে দিয়েছেন তিনিই।
এবং পরের বৈধ বলেই আউট তিনি। আবার শর্ট বল। এবার গতি তেমন ছিল না। আবার পুল করেছিলেন, ডিপ স্কয়ার লেগে ট্রাভিস হেড ধরেছেন ক্যাচ। ১১৬ বলে ১০১ রান করে আউট মিলার। ইনিংস বাকি ১৬ বল। উইকেট বাকি ১টি।