সদস্য হোন

সংবাদের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

― Advertisement ―

spot_img

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এবি পার্ট’র বিবৃতি

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু...
হোমআন্তর্জাতিকপ্রথম সুপারকার তৈরি করছে আফগানিস্তান, কী আছে এতে?

প্রথম সুপারকার তৈরি করছে আফগানিস্তান, কী আছে এতে?

প্রথম সুপারকার তৈরি করছে মধ্য এশিয়ার দেশ আফগানিস্তান। দেখতে চোখধাঁধানো অত্যাধুনিক এই সুপারকার দেশীয় প্রযুক্তি বানানোর ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সুপারকারের নাম রাখা হয়েছে ‘মাডা ৯’। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই গাড়িটির মূল মডেল তৈরির কাজ সম্পন্ন হবে।

এরপরই এই অত্যাধুনিক ঝকঝকে গাড়িটি জনসমক্ষে আনা হবে। কাতারে একটি প্রদর্শনীতে এই সুপারকার আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছে দেশটির সরকার।

গত ৫ বছর ধরে এই গাড়িটি তৈরির কাজ চলছে। ‘এনটোপ’ নামে এক সংস্থার সঙ্গে যৌথভাবে গাড়িটি তৈরি করছে কাবুলের ‘আফগানিস্তান টেকনিক্যাল ভোকেশনাল ইনস্টিটিউট’ (এটিভিআই)। এই গাড়ির হাত ধরেই দুনিয়ার কাছে নিজেদের উন্নয়নের ছাপ রাখতে চায় আফগানিস্তান।

গাড়িটি কেমন হবে? কী কী বৈশিষ্ট্য রয়েছে

‘মাডা ৯’ একটি ‘মিড-ইঞ্জিন সুপারকার’। এতে ব্যবহার করা হয়েছে টয়োটা করোলার ইঞ্জিন। তীব্র গতির জন্য এই ধরনের ইঞ্জিন বানানো হয়েছে। এটিভিআই’র প্রধান গুলাম হায়দার শাহামত জানিয়েছেন, ইঞ্জিনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে গাড়িটি তীব্র গতিতে ছুটতে পারে।

সুপারকারটির চেসিস (গাড়ির নিম্নাংশের কাঠামো) টিউবের আকারের। চেসিসটি খুব একটা ভারী নয়। গাড়িটি তৈরি করতে যেসব যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে, তা হালকা। ফর্মুলা-১ রেসের গাড়িগুলোয় যেমন টিউবুলার চেসিস থাকে, তেমনভাবেই এই সুপারকারের কাঠামো তৈরি করা হয়েছে।

পাহাড়ি এলাকাতেও ছুটতে পারবে এই সুপারকার। আফগানিস্তানের পার্বত্য এলাকায় পরীক্ষামূলকভাবে মহড়া হয়েছে ‘মাডা ৯’ সুপারকারের। গাড়িটি পরীক্ষামূলকভাবে চালিয়েছেন ইঞ্জিনিয়াররা। তবে সেই মুহূর্তের কোনও ভিডিও এখনও প্রকাশ্যে আসেনি।

আফগানিস্তানের প্রথম সুপারকারের দামও আকাশছোঁয়া। ‘ল্যাম্বারগিনি হুরাকেন’, ‘অডি আর৮’-এর মতো সুপারকারগুলোর দাম কোটি টাকার উপরে। ‘মাডা ৯’ সুপারকারের দামও কোটি টাকার বেশি। মনে করা হচ্ছে, এই সুপারকারের দাম হতে পারে ২-৪ কোটি টাকা।

এনটোপ সংস্থার সিইও মুহাম্মদ রিজা আহমদি জানিয়েছেন, এই গাড়ির হাত ধরে আন্তর্জাতিক আঙিনায় ছাপ ফেলবে আফগানিস্তান। তবে কবে এই গাড়িটির উদ্বোধন করা হবে, তা এখনও ধার্য করা হয়নি। প্রথমে আফগানিস্তানেই কেবল মাত্র এই গাড়ি পাওয়া যাবে। আগামী দিনে বিশ্বের অন্য দেশেও পৌঁছে যাবে এই সুপারকার।

গাড়িটি তৈরির কাজে রয়েছেন এনটোপ সংস্থার কমপক্ষে ৩০ জন ইঞ্জিনিয়ার। গাড়ির হেডলাইটে এলইডি আলো ব্যবহার করা হয়েছে। আগামী দিনে বৈদ্যুতিক সুপারকার হিসেবে তৈরি করা হতে পারে ‘মাডা ৯’।

সুপারকারটির ছবি প্রথম প্রকাশ্যে আনেন দেশটির উচ্চশিক্ষামন্ত্রী আব্দুল বাকি হাক্কানি। গাড়িটির রং কালো। সুপারকারের ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। গাড়িটি দেখতে অনেকটা ‘স্পোর্টস কারে’র মতোও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গাড়িটির ছবি প্রকাশ করেছেন দেশটির সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেছেন, এই গাড়িটি গোটা দেশের কাছে সম্মানের।

সূত্র: ডেইলি মেইলনিউজিল্যান্ড হেরাল্ডডেইলি টেলিগ্রাফ

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here