বিদ্যমান সংকটময় পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আগামীকাল ২৮ নভেম্বর ২০২৩, মঙ্গলবার, সকাল ১০টায় রাজধানীর সেগুনবাগিচাস্থ রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে রাজনৈতিক দল, শিক্ষাবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের সাথে জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
তবে এ সংলাপে ইসলামী আন্দোলনের আহবানে ইসলামী দলগুলোর অংশগ্রহণ নিয়ে শংকা থেকেই যাচ্ছে। নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছে বেশ কিছু ইসলামী দল। অন্যান্য ছোটবড় ইসলামী দলগুলোও হামলা-মামলার ভয়ে মাঠে আন্দোলনে নামছে না।
আগামীকালের সংলাপ থেকে কী ধরণের কর্মসূচি আসতে পারে সে দিকে নজর এখন ক্ষমতাসীন এবং আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর।