সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আগামীকাল শুক্রবার বাদ জুমা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মহাসমাবেশকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সাথে প্রচারণা চলছে।
ইতোমধ্যে জানা গেছে ঢাকায় মহাসমাবেশের অনুমতি পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে এ ক্ষেত্রে ২০টি শর্ত বেধে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপি পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন, সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবিতে গত ২০ অক্টোবর বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে অনুষ্ঠিত ছাত্র-যুব সমাবেশ থেকে মহাসমাবেশের ঘোষণা দেন দলটি আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।
একই দাবিতে গেল শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে দলটি।
এদিকে মহাসমাবেশ সফল করার জন্য সকলকে আহ্বান জানান ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহাসমাবেশ প্রস্তুতি সভায় বক্তৃতা করেন সংগঠনটির যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। এসময় তিনি নির্বাচনকালীন রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধানের কথা বলেন।
মহাসমাবেশ উপলক্ষে আজ বেলা ১২টায় প্রেস ব্রিফিং করে ইসলামী আন্দোলন। এতে বক্তৃতা করেন দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।