দেশের অন্যতম আধ্যাত্মিক দরবার চরমোনাইর বার্ষিক মাহফিল শুরু হচ্ছে ২২ নভেম্বর। বুধবার দুপুরে বাংলাদেশ মুজাহিদ কমিটির আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইর উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হয়ে ২৫ নভেম্বর সকালে আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হবার কথা রয়েছে।
নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতে চরমোনাই মাঠে পানে জমে গেলে তা নিষ্কাষনের কাজ শুরু হয়েছে আজ। মাহফিলের সার্বিক প্রস্তুতির কাজ তদারকির জন্য মুজাহিদ কমিটির কেন্দ্রীয় টীম ইতিমধ্যে দরবারে পৌছেছেন। বামুকের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব গোলাম মাওলা এবং চরমোনাই মাদরাসার শিক্ষক মাওলানা জাকারিয়া হামিদী, মুফতি মাসুদ হাসান ফিরোজ সহ মাদরাসা শিক্ষকগণ মাঠ প্রস্তুতের কাজ তদারকি করছেন বলে জানা গেছে।
চরমোনাই মাহফিলের নিজস্ব শৃঙ্খলা বাহিনীতে প্রায় সহস্রাধিক স্বেচ্ছাসেবক কাজ করেন। এদের অধিকাংশ সদস্যই চরমোনাই দরবারে পৌছেছেন বলে জানিয়েছেন চরমোনাই দরবারের একটি নির্ভরযোগ্য সূত্র।