গতকাল অনুষ্ঠিত হলো গাজীপুর সিটি নির্বাচন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জায়েদা খাতুন মেয়র হিসাবে নির্বাচিত হন। এদিকে সিটি নির্বাচনী প্রচারণায় তুঙ্গে থাকা গাজী আতাউর রহমান ৪৫ হাজার ৩শ ৫২ ভোট পেয়ে ৩য় স্থান অর্জন করেন। তবে কারচুপির অভিযোগে নির্বাচন চলাকালীন তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। ভোট বর্জন করেও ৪৫ হাজারের বেশি ভোট পেলেন গাজী আতাউর রহমান। কে এই গাজী আতাউর রহমান?
গাজী আতাউর রহমান একজন বাংলাদেশি ইসলামী রাজনীতিবিদ। মাদরাসা শিক্ষা থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করায় তাঁর নামের শুরুতে মাওলানা ব্যবহার করা হয়। তিনি বর্তমান বাংলাদেশে ইসলামীপন্থীদের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গাজীপুর-৫ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতায় ৩য় স্থান অর্জন করেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নীতি নির্ধারকদের গুরুত্বপূর্ণ একজন।
প্রারম্ভিক জীবন ও পড়ালেখা
মাওলানা গাজী আতাউর রহমান ২৫ ফেব্রুয়ারি ১৯৭৩ সালে গাজীপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ সফিউল্লাহ ও মাতা ফরিদা খানম। শিক্ষাজীবনে মাওলানা গাজী আতাউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর, মাদরাসা-ই আলিয়া ঢাকা থেকে কামিল এবং যাত্রাবাড়ি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস ডিগ্রী অর্জন করেন।
রাজনীতিতে প্রবেশ
মাওলানা গাজী আতাউর রহমান ছাত্র থাকাকালীন সক্রিয় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি পরপর ৪ সেশনে (১৯৯৫-১৯৯৬, ১৯৯৭, ১৯৯৮-১৯৯৯ সেশন) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নামে একটি ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।
ছাত্র রাজনীতি শেষে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন দায়িত্ব পালন করেন।
মাওলানা গাজী আতাউর রহমান ২০২৫ সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হন।
জাতীয় নির্বাচনে অংশগ্রহণ
মাওলানা গাজী আতাউর রহমান ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে থেকে প্রতিদ্বন্দ্বীতা করে ৩য় স্থান অর্জন করেন; যদিও ঐ নির্বাচনেরও স্বচ্ছতা নিয়ে অভিযোগ রয়েছে।