শুক্রবার (২১ জুলাই) মাঠে গড়িয়েছে জিম আফ্রো টি-১০ লিগ। দিনের প্রথম ম্যাচে হারারে হারিকেন্সের বিপক্ষে তাসকিন আহমেদের দল বুলাওয়েও ব্রেভস জয় পায় ৪৯ রানে। ম্যাচে ২ ওভার বোলিং করে ৭ রান খরচায় ১ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ।
প্রথম ম্যাচে জয়ের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে মুশফিকুর রহিমের দল জোবার্গ বাফেলোর মুখোমুখি হন তাসকিন-সিকান্দার রাজারা।
টস জিতে বাফেলোকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ব্রেভস। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাফেলোর। মাত্র ১৭ রানে ৪ উইকেট হারায় দলটি। সতীর্থদের ব্যর্থতার দিনে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেন মুশফিকুর রহিম। ৬ নাম্বারে নেমে ২৩ বলে ৮ চারে ২০০ স্ট্রাইকরেটে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন মুশফিকুর রহিম। মুশফিকের ৪৬ ও টম ব্যান্টনের ৩৪ রানের ইনিংসে ভর করে ১০৫ রানের সংগ্রহ পায় বাফেলো।
ব্রেভসের পক্ষে ২ ওভার বোলিং করে মাত্র ১১ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। যদিও মোহাম্মদ হাফিজের বোলিং তোপে ১০ রানের হার মানতে হয়েছে তাসকিনদের।
এক দিনে দুই ম্যাচে ৪ ওভার বোলিং করে মাত্র ১৮ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। একই সঙ্গে প্রথম ম্যাচের ‘ম্যাজিক মোমেন্ট অব দ্য ম্যাচ’ এর পুরস্কার জেতেন এই পেসার।