সদস্য হোন

সংবাদের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

― Advertisement ―

spot_img

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এবি পার্ট’র বিবৃতি

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু...
হোমক্রিকেটভারতকে উড়িয়ে দিয়ে ইমার্জিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান

ভারতকে উড়িয়ে দিয়ে ইমার্জিং এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ইমার্জিং এশিয়া কাপে ফাইনালে ১২৮ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। শুরুতে ব্যাট করে ভারতের সামনে ৩৫২ রানের পাহাড়সম সংগ্রহ দাড় করায় পাকিস্তান এ’ দল। যদিও গ্রুপ পর্বে এই দলটিকে পাত্তাই দেয়নি ভারতীয়রা। আজ পাকিস্তানের পক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন তাইয়েব তাহির।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল ভারত।

ব্যাটিংয়ে নেমে পাকিস্তান পায় ১২১ রানের দারুণ উদ্বোধনী জুটি। দুই ওপেনার সাইম আইয়ুব ৫১ বলে ৫৯ আর সাহিবজাদা ফারহান ৬২ বলে ৬৫ রান করেন। চারে নেমে ৭১ বলে ১০৮ রানের বিধ্বংসী সেঞ্চুরি উপহার দেন তায়েব তাহির। তার ইনিংসে ছিল ১২টি চার এবং ৪টি ছক্কার মার।

৫০ ওভারে ৮ উইকেটে ৩৫২ রান তোলে পাকিস্তান।

রান তাড়ায় নেমে শুরুটা মন্দ হয়নি ভারতের। ৬৪ রানের ওপেনিং জুটি ভাঙার পর তারা নিয়মিত উইকেট হারিয়েছে। ৫১ বলে সর্বোচ্চ ৬১ রান করেছেন ওপেনার অভিষেক শর্মা।

আর কোনো ব্যাটার ফিফটি করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান অধিনায়ক ইয়াশ ধুলের। অপর ওপেনার সাই সুদর্শনের ২৯ রান ছাড়া আর কেউ বিশের ঘরেও যেতে পারেননি! ৪০ ওভারে ২২৪ রানে অল-আউট হয় ভারত। ৬৬ রানে ৩ উইকেট নেন সুফিয়ান মুকিন। এছাড়া আরশাদ, মেহরান এবং ওয়াসিম ২টি করে উইকেট নেন।

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here