সদস্য হোন

সংবাদের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

― Advertisement ―

spot_img

৪১ দেশে দ্রুত ছড়াচ্ছে করোনার নতুন ধরন

করোনাভাইরাসের সাবভ্যারিয়েন্ট জেএন.১ বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত নভেম্বরের শুরুতে এতে আক্রান্ত ছিল প্রায় ৩ শতাংশ। কিন্তু এক মাসে...

জুমার দিনের করণীয় ও আমল

হোমক্রিকেটব্রডের ৬০০ উইকেটের দিনে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ২৯৯

ব্রডের ৬০০ উইকেটের দিনে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেটে ২৯৯

বুধবার অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনে ব্রড ঠাঁই নিয়েছেন রেকর্ড বইতে। ক্যারিয়ারের ১৬৬তম টেস্টের ৩০৬তম ইনিংসে গিয়ে ৬০০ উইকেটের উচ্চতায় পৌঁছেছেন তিনি।

অ্যাশেজে ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনটা খারাপ কাটেনি ইংল্যান্ডের। তবে দিনটা বেশি স্মরণীয় হয়ে থাকবে স্টুয়ার্ট ব্রডের। দ্বিতীয় পেসার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। তার মাইলফলকের দিনে প্রথম ইনিংসে ২৯৯ রানের মধ্যে অস্ট্রেলিয়ার ৮ উইকেট তুলে নিতে পেরেছে ইংল্যান্ড। তবে এই অবস্থায় কেউ নিশ্চিতভাবে দিনটা পুরোপুরি নিজেদের দাবি করতে পারবে না। বলা যায়, এখনও ভারসাম্যপূর্ণ অবস্থাতেই আছে এই টেস্ট।

ব্রডের আগে পেসার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সতীর্থ জেমস অ্যান্ডারসন। এই টেস্টে অবশ্য এখনও কোনও উইকেট পাননি তিনি।

ব্রডের মাইলফলকের দিনে ইংল্যান্ডের জন্য আক্ষেপ অস্ট্রেলিয়াকে অলআউট করতে না পারা। অজিরাও খুব একটা তৃপ্তি নিয়ে দিন শেষ করতে পারেনি। অ্যাশেজের চতুর্থ টেস্টের প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে ২৯৯ রান করেছে তারা।

স্বীকৃত কোনো ব্যাটারই থিতু হওয়ার পর ইনিংস লম্বা করতে পারেননি। সর্বোচ্চ ৫১ রান এসেছে মিচেল মার্শ ও মার্নাস লাবুশেনের ব্যাট থেকে। এছাড়া হেড ৪৮ ও স্টিভেন স্মিথ ফিরেছেন ৪১ রান করে। কাল দ্বিতীয় দিন শুরু করবেন অপরাজিত থাকা দুই ব্যাটার মিচেল স্টার্ক (২৩) ও প্যাট কামিন্স (১)। ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস নেন সর্বোচ্চ চার উইকেট।

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here