সদস্য হোন

সংবাদের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

― Advertisement ―

spot_img

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তামিম ইকবালের অবসরের সিদ্ধান্ত বদল

বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলনে অপ্রত্যাশিতভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশ ক্রিকেট দলের সেরা ওপেনার তামিম ইকবাল খান। এতে সমালোচনার সৃষ্টি...
হোমখেলা‘বিনয়ী’ মেসি বিশ্বকাপ জেতায় খুশি জোকোভিচ

‘বিনয়ী’ মেসি বিশ্বকাপ জেতায় খুশি জোকোভিচ

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দারুণ উপভোগ করেছেন টেনিস তারকা নোভাক জোকোভিচ। লুসাইল স্টেডিয়ামে বসেই। আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার এই ফাইনালকে বলা হচ্ছে ইতিহাসের সেরা ফাইনাল। ম্যাচের প্রথম এক ঘণ্টার পর প্রতিটি মুহূর্তে ছিল রোমাঞ্চ, ছিল শ্বাসরূদ্ধকর উত্তেজনা। চিত্রনাট্য বদলে যাচ্ছিল মুহূর্তেই। গ্যালারিতে বসে উত্তেজনায় কাঁপতে কাঁপতেই সার্বিয়ান টেনিস তারকা উপভোগ করেছেন ফাইনালটি।

জোকোভিচ আরও আনন্দিত ফাইনাল শেষে মেসির সাফল্যে। যেভাবে আর্জেন্টিনা ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল, সেটি আনন্দ আর বিস্ময় নিয়েই দেখেছেন তিনি। দুবাইয়ে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমি সত্যিই নিজেকে ভাগ্যবান মনে করছি। দারুণ একটা ফাইনাল দেখলাম। রোমাঞ্চকর ম্যাচ। সবচেয়ে ভালো লেগেছে মেসি যেভাবে কাপ জিতল। যেভাবে তাদের দেশে বরণ করে নেওয়া হলো।’

দুবাইয়ে জোকোভিচ অংশ নিচ্ছেন ওয়ার্ল্ড টেনিস লিগে। এরপরই তিনি অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে মেলবোর্নে যাবেন।

জোকোভিচের ভালো লাগে মেসির ‘বিনয়’। ২১টি গ্রান্ডস্লাম বিজয়ী তারকা বলেছেন, তিনি মেসিকে অসম্ভব শ্রদ্ধা করেন, ‘একজন খেলাপ্রেমী হিসেবেই বলি, আমি মেসিকে অসম্ভব শ্রদ্ধা করি। আমি মনে করি, বিশ্বের বেশির ভাগ ক্রীড়াপ্রেমীই মেসির হাতে বিশ্বকাপ দেখে আনন্দিত হয়েছে। তাঁর এই অর্জনে স্বস্তি পেয়েছেন। মেসি দারুণ বিনয়ী, একেবারে মাটির মানুষ। সাফল্য তাঁকে কখনো উদ্ধত করে তোলেনি।’

মেসিকে ‘রোল মডেল’ মনে করেন জোকোভিচ, ‘এত বছর ধরে মেসিকে দেখছি। আমি মনে করি, সে বাচ্চাদের সামনে দারুণ এক উদাহরণ। এটা মেসি অর্জন করেছে।’

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here