মাঠের লড়াইয়ের চেয়ে মাঠের বাইরের ঘটনায় ভারত-পাকিস্তান ইস্যু থাকে উত্তপ্ত। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণার পরও এশিয়ার এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ। বিশ্বকাপে খেলতে ভারতে যাওয়া হবে কি না, তা এখনো ঝুলিয়ে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আসন্ন ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়। বিষয়টি এখন পাকিস্তান সরকারের ওপর নির্ভর করছে। শোনা যাচ্ছে, এশিয়া কাপে ভারত যেমন নিরপেক্ষ ভেন্যুর দাবি তুলেছিল, একইভাবে বিশ্বকাপেও নিরপেক্ষ ভেন্যুর দাবি করতে পারে পাকিস্তান। দুই দেশের রাজনৈতিক টানাপড়েনে পাকিস্তানে অনুষ্ঠিতব্য এশিয়া কাপও অনিশ্চিত।
তবে পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে সেটা সমর্থকদের প্রতি অবিচার করা হবে বলে মনে করেন মিসবাহ উল হক।
বিশ্বকাপের সূচি অনুযায়ী আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ হবে। ইতিমধ্যে সেই ম্যাচ ঘিরে সমর্থকদের মাঝে শুরু হয়েছে উত্তেজনা। পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ তাই বলেছেন, অন্য খেলার জন্য যখন দুই দেশের মধ্যে যোগাযোগ থাকতে পারে, তাহলে ক্রিকেটে কেন নয়? রাজনৈতিক সম্পর্কের সঙ্গে ক্রিকেটকে যুক্ত করা হয় কেন? ভারত ও পাকিস্তান পরস্পরের বিপক্ষে খেলছে মানুষকে এটা দেখার সুযোগ থেকে বঞ্চিত করা অন্যায়।
যারা পাকিস্তান ও ভারতের ক্রিকেট অনুসরণ করে, তাদের জন্য বড় ধরনের অবিচার।’
রাজনৈতিক বৈরিতার কারণে আইসিসি এবং এসিসির টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তান ক্রিকেট লড়াই দেখা যায় না। দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ এক দশক ধরে। করাচির এক অনুষ্ঠানে মিসবাহ আরো বলেন, অবশ্যই পাকিস্তানের বিশ্বকাপে খেলা উচিত।
এমনকি সেটা ভারতে হলেও। আমি ভারতে যতবার খেলেছি, সেখানে চাপ এবং দর্শকদের উপস্থিতি উপভোগ করেছি। কারণ এটা অনুপ্রেরণা দেয়, আর ভারতের কন্ডিশন আমাদের জন্য মানানসই। সেখানে চাপ আছে, কিন্তু চাপের মাঝে খেলাটাই আসল মজা। অনেকে বলে, আমাদের ভারতে যাওয়া উচিত নয় এবং বিশ্বকাপ বয়কট করা উচিত।
আমি পুরোপুরি এর বিপক্ষে। পাকিস্তানের ভারতে গিয়ে বিশ্বকাপ জেতা উচিত