সদস্য হোন

সংবাদের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

― Advertisement ―

spot_img

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এবি পার্ট’র বিবৃতি

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু...
হোমসমাজটাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নিহত ২

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নিহত ২

বৃহস্পতিবার ভোরে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই ফজলুল হক৷

নিহতরা হলেন-পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর গ্রামের চঞ্চল সিকদারের ছেলে ৩৫ বছর বয়সি মো. সাগর ও একই জেলার আমিনপুর উপজেলার আহাম্মেদপুর গ্রামের মো. লিয়াকতের ছেলে ৩৩ বছর বয়সি মো. সজিব ৷

এসআই ফজলুল হক বলেন, সাগর ও সজিব প্রাইভেটকারে করে ঢাকা থেকে পাবনা যাচ্ছিলেন৷ পথে প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া এলাকায় পৌঁছালে অন্য একটি প্রাইভেটকার পাশ কাটানোর চেষ্টা করে৷ এ সময় সাগর ও সজিবদের গাড়িটি মহাসড়কের পাশে নেমে যায়৷

পরে চালক প্রাইভেটকারটি উপরে উঠানোর সময় সাগর ও সজিব গাড়ি থেকে নেমে রেললাইনে হাঁটাহাঁটি করছিলেন৷ এ সময় ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজনই নিহত হন৷

আইনী প্রক্রিয়া শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফজলুল হক৷

নিউজ :
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
ডয়চে ভ্যালে

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here