সদস্য হোন

সংবাদের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।

― Advertisement ―

spot_img

৪১ দেশে দ্রুত ছড়াচ্ছে করোনার নতুন ধরন

করোনাভাইরাসের সাবভ্যারিয়েন্ট জেএন.১ বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ছে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত নভেম্বরের শুরুতে এতে আক্রান্ত ছিল প্রায় ৩ শতাংশ। কিন্তু এক মাসে...

জুমার দিনের করণীয় ও আমল

হোমজাতীয়গণ অধিকারের সভাপতি নুর সাধারণ সম্পাদক রাশেদ

গণ অধিকারের সভাপতি নুর সাধারণ সম্পাদক রাশেদ

গণ অধিকার পরিষদের একাংশের কাউন্সিল সম্পন্ন হয়েছে। এ কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাশেদ খান।

সোমবার (১০ জুলাই) রাত সোয়া ১০টায় এ ফলাফল ঘোষণা করা হয়। দুপুর ১টায় ভোট শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়।

সম্প্রতি রেজা কিবরিয়া ও নুরের বিবাদে পাল্টাপাল্টি অপসারণ ঘটে। এর মধ্যেই রেজাকে বাদ রেখে পুরানা পল্টনের প্রীতম-জামান ভবনে সোমবার দলের প্রথম সম্মেলনে বসে নুরের পক্ষ।

সম্মেলনে কাউন্সিলরদের ভোটে নূর সভাপতি ও রাশেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বলে রাতে জানানো হয়।

ভোটাভুটির মাধ্যমে গঠিত এই কমিটিতে নির্বাচিতদের নাম ঘোষণা করেন এই নির্বাচন ব্যবস্থাপনা বোর্ডের প্রধান নির্বাচন কমিশনার আরিফুল ইসলাম।

কাউন্সিলে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পাঁচজন প্রার্থী ছিলেন।

সভাপতি পদে নূর ছাড়াও প্রার্থী ছিলেন বায়েজীদ হোসেন শাহেদ ও নাজম-উস-সাকিব। সাধারণ সম্পাদক পদে রাশেদের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে বিপ্লব কুমার পোদ্দার, মাহফুজুর রহমান খান, জিলু খানের সঙ্গে হাসান আল মামুনও ছিলেন, যিনি দলের কোন্দলে রেজার পক্ষে ছিলেন।

কাউন্সিলে মোট ভোটার সংখ্যা ছিল ২১৬ জন।

নির্বাচনে সভাপতি পদে তিনজন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে সর্বোচ্চ ১৩৫ ভোট পেয়ে দলটির প্রতিষ্ঠাতা সদস্য সচিব নুর এবং ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্বে থাকা রাশেদ খান সর্বোচ্চ ১০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

২০২১ সালে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই আহ্বায়ক কমিটি দিয়ে চলেছে দলটি। সোমবার নির্বাচনের মধ্যে দিয়ে দলটি প্রথম কমিটি পেলো।

কমেন্ট করুন

Please enter your comment!
Please enter your name here