নির্বাচিতরা হলেন নগরীর ১৩ নং ওয়ার্ডে এসএম খুরশিদ আহম্মেদ টোনা এবং ২৪ নং ওয়ার্ডে জেডএ মাহমুদ ডন। তারা দুইজনই সদ্য সাবেক কাউন্সিলর।
খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন জানান, এ দুটি ওয়ার্ডে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় দুইজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য যে, ৫ লাখ ৩৫ হাজার ভোটারের খুলনা সিটি করপোরেশনে আগামী ১২ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।