ক্যারিয়ারের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচে ইতিহাস লিখলেন বিরাট কোহলি। শতরান বিরাট কোহলির। নিজের এই মাইলস্টোন ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন ভারতের তারকা ক্রিকেটার। টেস্টে এটি ২৯তম শতরান। তিন ফরম্যাট মিলিয়ে এটি ৭৬তম সেঞ্চুরি। সচিনের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডের দিকে আরও এক ধাপ এগোলেন কোহলি।
প্রথম টেস্টে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন। ৭৬ করে আউট হয়ে গিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় টেস্টে তিনি আর শতরান মিস করেননি। ১৮০ বলে একশোয় পৌঁছে যান ভারতের তারকা ক্রিকেটার। শ্যানন গ্যাব্রিয়েলের বলে দৃষ্টিনন্দন স্কোয়ার ড্রাইভ মেরে টেস্টে নিজের ২৯তম শতরান তুলে নেন বিরাট। একশো রান করতে কোহলি ১০টি চার মারেন।
মাইলস্টোন ম্যাচে শতরানের নজির গড়ার পর অদ্ভুত শান্ত ছিলেন কোহলি। সাধারণত তাঁর সেলিব্রেশনে উগ্রতার ছাপ থাকে। কিন্তু এদিন হেলমেট খুলে ব্যাট আকাশে তুলে ড্রেসিংরুমের অভিবাদন গ্রহণ করেন। তার পর এক মুখ হাসি নিয়ে গ্যালারির দিকে তাকিয়ে ‘বাও ডাউন’ করেন। শেষে গলায় ঝোলানো লকেটে চুম্বন। একেবারেই বিরাট সুলভ উদযাপন নয়। উইকেটের উল্টো প্রান্তে দাঁড়িয়ে থাকা জাদেজাও অবাক। তবে কোহলির চোখেমুখে তৃপ্তির ছাপ ছিল স্পষ্ট।
পাঁচ বছর পর বিদেশের মাঠে শতরান করলেন কোহলি। দেশের বাইরে শেষ বার একশো এসেছিল ২০১৮ সালে। তবে চলতি বছরে টেস্টে নিজের দ্বিতীয় শতরান করলেন বিরাট। বর্ডার-গাভাসকর ট্রফিতে আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৬ রানের ইনিংস খেলেছিলেন। শুক্রবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ১১টি চারের হাত ধরে ২০৬ বলে ১২১ রানের দুরন্ত ইনিংস খেলে রানআউট হন কোহলি।