গত ১৮ আগস্ট মুক্তি পায় নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর ‘কারাগার’ ওয়েব সিরিজের প্রথম কিস্তি। এতে চঞ্চল চৌধুরী ছাড়া আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতুসহ অনেকে।
ওয়েব সিরিজটির প্রথম কিস্তি মুক্তির পর থেকে সাড়া ফেলেছিল দর্শকের কাছে। গল্পে দেখা যায়, সেল নম্বর ১৪৫। আকাশনগর সেন্ট্রাল জেল। ৫০ বছরের বন্ধ সেলে পাওয়া গেল একজন কয়েদিকে। যেন চিন্তায় পড়ে গেল জেলপাড়া। কে এই কয়েদি আর বন্ধ সেলে কী করে এলো?
তবে রহস্য রেখেই শেষ হয় সিরিজের প্রথম অংশ। প্রথম পার্ট শেষ হতে না হতেই এর পরে কী ঘটবে—এ নিয়ে দর্শকের মাঝে তুমুল কৌতূহল ও আগ্রহ দেখা দেয়। এবার সবার অপেক্ষার পালা শেষ করে আজ মুক্তি পাচ্ছে ‘কারাগার পার্ট-২’।