তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশ সময় সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত ৯৯ শতাংশ ব্যালট বাক্স খোলা হয়েছে। এতে প্রাথমিক বেসরকারি ফলাফলে ৪৯ দশমিক ৪৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিকদারোগলু পেয়েছেন ৪৪ দশমিক ৯৫ শতাংশ ভোট। তৃতীয় প্রার্থী সিনান ওগান পেয়েছেন ৫ দশমিক ২০ শতাংশ ভোট।
অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোটে এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা পাননি জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট (একে) পার্টির প্রার্থী রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ কারণে দ্বিতীয় দফায় গড়ালো পারে ভোট। এরদোয়ান ও কিরিচদারোলু দুজনেই এই ইঙ্গিত দিয়েছেন।
তুরস্কে প্রেসিডেন্ট হতে গেলে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হয়। এখনো পর্যন্ত এরদোয়ান বা কিরিচদারোলু কেউই তা পাননি। এরদোয়ান তার খুব কাছাকাছি আছেন। সেজন্যই আবার ভোটের কথা উঠছে। শেষ পর্যন্ত কোনো প্রার্থীই যদি ৫০ শতাংশের বেশি ভোট না পান, তাহলে নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে। সে ক্ষেত্রে ২৮ মে দ্বিতীয় দফার ভোট হবে।
পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এরদোয়ানের জোট। এর আগেও দ্বিতীয় রাউন্ডে গিয়ে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হয়েছেন এরদোয়ান।
বলা হচ্ছে, আধুনিক তুরস্কের ১০০ বছরের ইতিহাসে এটি অন্যতম তাৎপর্যপূর্ণ নির্বাচন। দেশটিতে ২০ বছর ধরে ক্ষমতায় আছেন এরদোয়ান। প্রেসিডেন্ট এরদোয়ান আর ক্ষমতায় থাকতে পারবেন কি না, তা এই নির্বাচনে নির্ধারিত হবে।